প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮
ফরিদগঞ্জে বিএনপির তিন বিদ্রোহীসহ ১০জনের মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্বাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন, জামায়াত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন, গণফোরামের প্রার্থী গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরী, ইসলামী ফ্রন্ট প্রার্থী গাউছিয়া কমিটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক বুলবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী লায়ন হারুনের সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হয়। এছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান চাঁদপুরে মনোনয়নপত্র জমা দিলেও ফরিদগঞ্জে বড়ো ধরনের শো-ডাউন করে।







