রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালালসহ ৪জনের মনোনয়ন ফরম সংগ্রহ

মাহবুব আলম লাভলু।।
চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালালসহ ৪জনের মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ড. জালাল উদ্দিনসহ ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সহকারী রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির কাছ থেকে মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেছেন নেতৃবৃন্দ।

বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীসহ মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে এভাবে সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে নি বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিলো। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতা-কর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে মনোনয়ন উঠাতে পেরে।

এবি পার্টির প্রার্থী রাশিদা আক্তারের মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) থেকে প্রার্থিতা নিশ্চিত করলেন রাশিদা আক্তার। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি নিজে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত মনোনয়নপত্রে তাঁর নাম চূড়ান্ত করা হয়। দলের নিবন্ধন নম্বর ৫০ ব্যবহার করে ২৬১, চাঁদপুর-২ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা তাঁর সঙ্গে ছিলেন।

মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিদা আক্তার বলেন, এবি পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনসেবার মাধ্যমে সফল করতে চাই। এ এলাকার মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নের ধারা এগিয়ে নেয়াই আমার প্রথম কাজ।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর প্রতিনিধিরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, পৌর ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুল হক মোল্লা, পৌর ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্র নেতা মো. আকাশসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন যে, চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর প্রতিনিধিরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী এবং ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, এ উপজেলা থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৮জন প্রার্থীর মনোনয়ন ফরম নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়