প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১:৩০
মহাসমাবেশ উপলক্ষে চাঁদপুর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বাদ আসর দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. মো. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি জননেত অ্যাড. মো. শাহজাহান মিয়া। আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, অধ্যাপক আবুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, শহর জামায়াতের আমীর অ্যাড. মো. শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সভায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করা হয়।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।
ক্যাপশন;
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর জেলা শাখার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।








