শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে বাদ জুমা বিএনপির দোয়া

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে বাদ জুমা বিএনপির দোয়া

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলা বিএনপির আহ্বানে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন করায় এ দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা শহরের পুরাণবাজার বড় মসজিদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে দোয়া ও মোনাজাত করেন খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী দোয়া আয়োজনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্যে অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টা ৪০ মিনিটে লন্ডন থেকে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর বিমানবন্দরের সিআইপি গেট থেকে বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যান তিনি। অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়