প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২০
ফরিদগঞ্জে বিএনপি নেতা লায়ন ফখরুলের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজসেবক, রাজনীতিবিদ, ফরিদগঞ্জের কৃতী সন্তান লায়ন মো. ফখরুল আহমেদ ফয়সাল। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার কাছ থেকে ফখরুল আহমেদ ফয়সালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নেতা মো. তোফায়েল আহমেদ, এমরান মিজি, আলমগীর হোসেন, বুলবুল আহমেদ, মো. রুবেল খান, শাহআলম গাজী, রাশেদুল ইসলাম, ফরহাদ হোসেন গাজী, ফোরকান আহমেদ ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির।
|আরো খবর
মনোনয়নপত্র
সংগ্রহপূর্বক সংক্ষিপ্ত সভায় মুঠোফোনে লায়ন ফখরুল বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনটি বিএনপির একটি বড়ো ঘাঁটি। আমরা আশা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসনে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সমর্থ হবো।








