প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৮
শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কচুয়ায় ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কচুয়ায় ছাত্রসমাজ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকালে কচুয়া বিশ্বরোডে সড়ক অবরোধ করে ছাত্রসমাজ রাস্তায় বসে বিক্ষোভ মিছিল করে। এ সময় ঢাকা-কচুয়া সড়কে ঘণ্টাব্যাপী সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মিছিলটি কচুয়া পৌর বাজার প্রদক্ষিণ করে থানার সামনে একত্রিত হয়ে শ্লোগান দিতে থাকে।
|আরো খবর
ওসি বোরহানউদ্দিন ছাত্রসমাজকে বলেন, আমরা আপনাদের বক্তব্যকে সমর্থন করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থাগ্রহণের আশ্বাস প্রদান করলে ছাত্রসমাজ মিছিল সহকারে থানা প্রাঙ্গণ ত্যাগ করে।








