শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কচুয়ায় ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

আলমগীর তালুকদার।।
শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কচুয়ায় ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কচুয়ায় ছাত্রসমাজ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকালে কচুয়া বিশ্বরোডে সড়ক অবরোধ করে ছাত্রসমাজ রাস্তায় বসে বিক্ষোভ মিছিল করে। এ সময় ঢাকা-কচুয়া সড়কে ঘণ্টাব্যাপী সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মিছিলটি কচুয়া পৌর বাজার প্রদক্ষিণ করে থানার সামনে একত্রিত হয়ে শ্লোগান দিতে থাকে।

ওসি বোরহানউদ্দিন ছাত্রসমাজকে বলেন, আমরা আপনাদের বক্তব্যকে সমর্থন করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থাগ্রহণের আশ্বাস প্রদান করলে ছাত্রসমাজ মিছিল সহকারে থানা প্রাঙ্গণ ত্যাগ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়