বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

চাঁদপুর-৪ আসনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেলের মনোনয়নপত্র সংগ্রহ

প্রবীর চক্রবর্তী।।
চাঁদপুর-৪ আসনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেলের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী মোজাম্মেল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার হাত থেকে তাঁর পক্ষে তাঁর সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মোশারেফ হোসেন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, কামাল হোসেন, নজরুল ইসলাম, ফরিদ হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

হাজী মোজাম্মেল এ সময় উপস্থিত না থাকলেও মুঠোফোনে বলেন, দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আমি নিজে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। প্রাথমিকভাবে একজনকে দিলেও আমি বিশ্বাস করি চূড়ান্ত মনোনয়ন দেয়ার সময়ে বিগত সময়ের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করে দল আমাকে মনোনয়ন প্রদান করবে। সে হিসেবে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়