প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২০:১২
জেলা বিএনপির বিজয় দিবসের র্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
তারেক রহমান দেশে আসলে বিএনপি তিন গুণ সক্রিয় হবে, শক্তি বেড়ে যাবে
-------অ্যাড. সলিম উল্লাহ সেলিম

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধার স্মরণে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এদিন সকালে জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে বিশাল ও বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়।এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভাস্কর্য 'অঙ্গীকার' বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
|আরো খবর
সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্যে অনেক বড়ো আনন্দের। তারেক রহমান দেশে আসলে আজকে বিএনপির যে সক্রিয়তা ও শক্তি আছে, তা তিনগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি বিজয় দিবস প্রসঙ্গে বলেন, ১৯৭১ সালে শেখ মুজিব বাংলাদেশের বিজয় এবং স্বাধীনতা চায় নি। শেখ মুজিব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেছে। যুদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে গ্রাম গ্রামান্তরের দামাল ছেলেরা। তারা জীবনবাজি রেখে বুক পেতে দিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর সামনে। সেই দামাল ছেলেদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে আমাদের রাজপথ। আওয়ামী লীগে একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর বিক্রম নেই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার এবং বীর উত্তম।খেতাবপ্রাপ্তরা বিএনপির, আওয়ামী লীগের নেই। শেখ মুজিব গেছে পাকিস্তানে আর তার দল এখন হিন্দুস্তানে।
অ্যাড. সেলিম বলেন, ষড়যন্ত্র থেমে নেই, দলের প্রতিটি নেতা-কর্মীকে সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি উদযাপন করে। সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে 'অঙ্গীকার' বেদিতে শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৯টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।








