প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২১
মতলবে বিজয় দিবসে র্যালি ও আলোচনা সভা
দেশকে নিরাপদ ও স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার দায়িত্ব আমাদের সকলের
------------এমএ শুক্কুর পাটওয়ারী

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী বলেছেন, দেশকে নিরাপদ রাখা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। চব্বিশের রক্তাক্ত গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এখন সমগ্র জাতি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছে। দেশবাসী কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় তাকিয়ে আছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনেই নির্ধারণ হবে বাংলাদেশ আগামী দিনে কোন্ পথে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা চাঁদাবাজি, ইভটিজিং ও দুঃশাসনমুক্ত সুন্দর, সুশাসনভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে মতলব বাজারের ভূমি অফিসের সামনে বিএনপি কার্যালয়ে মহান বিজয় দিবসের র্যালিশেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক মো. আজিজ ঢালী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, যুবদল নেতা কাজী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব বাজারের ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।








