শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডি ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সদর-হাইমচর জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারী জননেতা অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (১১ নভেম্বর ২০২৫) এশার নামাজের পর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের জনশক্তির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন,

শীতের শুরুতেই দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। বিশেষ করে যারা দিনমজুর, প্রবীণ, নারী ও শিশু তাদের জন্যে শীত অনেক সময় দুর্ভোগে রূপ নেয়। আমাদের সমাজে যারা সামর্থ্যবান, তাদের উচিত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ আমাদের বার্ষিক সামাজিক সেবামূলক কার্যক্রমের একটি অংশ মাত্র। মানবিক দায়বদ্ধতার কারণে আমরা চেষ্টা করি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কিছু করতে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ বা প্রাকৃতিক কষ্টে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে শুধু রাজনৈতিক নয়, মানবিকতার ভিত্তিতে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা জরুরি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে, যেখানে সম্পদশালী ব্যক্তি ও সংগঠনগুলো একত্রিত হয়ে মানুষের উপকারে আসে। আমরা আশা করি এই শীতেও কেউ যেন অবহেলিত বা কষ্টে না থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সেক্রেটারি মো. ইমরান খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. কামাল হোসেন সর্দার, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মো. শাহজালাল, তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন বন্ধুকশী প্রমুখ।

শীতার্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও জনশক্তিদের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

ক্যাপশন;

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডি ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সদর-হাইমচর জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারী জননেতা অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়