শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮

চাঁদপুর-২ আসনে নিজের পোস্টার অপসারণ করলেন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন

মাহবুব আলম লাভলু।।
চাঁদপুর-২ আসনে নিজের পোস্টার অপসারণ করলেন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন
চাঁদপুর-২ আসনে নিজের পোস্টার অপসারণ করছেন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে । বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভোটের তারিখ ঘোষণা করেন।

সেই সঙ্গে আচরণবিধিও প্রকাশ করেছে ইসি। ছিল পুরানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশনাও। সেই আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. জালাল উদ্দিন শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে তিনি নিজেই নিজের পোস্টার অপসারণ করেন। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই প্রশংসায় ভাসেন তিনি। অনেকেই কমেন্টে বিভিন্ন মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন ড. জালাল উদ্দিনকে।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেন, আমি নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার, ব্যানার অপসারণ করার জন্যে আমি সকল নেতা-কর্মীকে নির্দেশনা দিয়েছি। আজকে আমি নিজেও পোস্টার ব্যানার অপসারণ করেছি। আমাদের সকলকেই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে। তাহলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করায় আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। বিগত নির্বাচনগুলোর যে কলঙ্ক আমরা বয়ে যাচ্ছি, আশা করি এই নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তা কেটে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়