প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪
ওচমানিয়া মাদ্রাসার সহ-সভাপতি হাজী চুন্নু মিয়ার উদ্যোগ
পুরাণবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পুরাণবাজার ওচমানিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মো. তাফাজ্জল হোসেন চুন্নু মিয়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে পুরাণবাজার রামদাসদী রোড হাজী ওসমান বেপারী বাড়ির বাইতুল আমান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. অলিউল্লাহ। দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সুস্থ রাখার জন্যেও দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. তাফাজ্জল হোসেন চুন্নু মিয়া, চাঁদপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, চাঁদপুর জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমদ বেপারী, মসজিদের কোষাধ্যক্ষ দেলোয়ার বেপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর বেপারী, শহীদ ফারুক, শহীদ ভূঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ছৈয়াল, রফিক বেপারী, আবু তাহের, তাজউদ্দীন আহমেদ আজাদ, ওয়ার্ড বিএনপিনেতা মনু খানসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মো. তাফাজ্জল হোসেন চুন্নু মিয়া বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনপ্রিয় একজন নেত্রী। দেশে-বিদেশে তাঁর অসুস্থতার খবরে মানুষ উদ্বিগ্ন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেনো খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় আবারও দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন।








