প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭
হাইমচরের আলগী বাজারে স্বতঃস্ফূর্ত গণসংযোগ
'তরিকতপন্থীরা এবার একজোট, মোমবাতিতে দেবো ভোট'

আমরা তরিকতপন্থী, আমরা সুন্নী। আমরা পীর আউলিয়ার অনুসারী। এবার আমরা একজোট। আমাদের ভোট এবার সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় দেবো।'
|আরো খবর
হাইমচরের তরিকতপন্থী আপামর সুন্নী জনতা এভাবেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করলেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহকে কাছে পেয়ে তরিকতপন্থী সুফিবাদী মানুষগুলো এভাবেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
মোমবাতির প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) হাইমচর উপজেলার আলগী বাজারে গণসংযোগ করেন। এই গণসংযোগ স্বতঃস্ফূর্ত গণসংযোগে রূপ নেয়। দলীয় নেতা-কর্মী ছাড়াও প্রায় অর্ধশত সাধারণ মুসল্লি গণসংযোগে অংশ নেন। দুপুর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত বিরতিহীনভাবে গণসংযোগ চলে। এ সময় বাজারের সহস্রাধিক দোকানের প্রত্যেক দোকানে প্রার্থী আহসান উল্লাহ সশরীরে গিয়ে মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন। আসর নামাজ আদায় করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। নামাজের পর তিনি মসজিদের মুসল্লিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে আলগী বাজার আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা জিল্লুর রহমান ফারুকীর সাথে সাক্ষাৎ হয় এবং তাঁর সাথে আন্তরিকতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয়। প্রার্থী আহসান উল্লাহ তাঁর কাছে দোয়া চান।
গণসংযোগে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, ইসলামী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবু, সদর উপজেলার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
মাগরিব নামাজের পর ছারছীনা দরবার শরীফের খানকা শরীফে তালিমি জলছায় উপস্থিত হন প্রার্থী আহসান উল্লাহ। তিনি সেখানে উপস্থিত জমইয়াতে হিযবুল্লাহর সকল দ্বীনি ভাইয়ের কাছে সালাম দিয়ে মোমবাতি মার্কার জন্যে দোয়া চান।








