বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:৫১

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাও. লিয়াকত হোসাইনের নির্বাচনী প্রচারণা অব্যাহত

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাও. লিয়াকত হোসাইনের নির্বাচনী প্রচারণা অব্যাহত

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-৩ (চাঁদপুর সদর- হাইমচর) আসনের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) পৌর ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় দলীয় রিকশা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। সকাল ১০টা থেকে চাঁদপুর পৌর ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট, মতলব রোড ও বিসিক এলাকায় এবং বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। এ গণসংযোগে তাঁর সাথে ছিলেন চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, শহর শাখার অফিস সম্পাদক হাফেজ ইসমাইল, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা বেলাল হোসেন এবং যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন।

নির্বাচনী প্রচারণাকালে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাও. লিয়াকত হোসাইন বলেন, ইসলামী দলগুলো সম্মিলিতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আর এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে ইসলামী দলগুলোকেই মানুষ ভোট দেবে। ফলে আমরা মনে করি, আগামীতে সম্মিলিতভাবে ইসলামী দলগুলোই ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে চাঁদপুর-৩ আসনের জনগণ ইসলামী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা মার্কা’র পক্ষে জনগণ রায় দেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়