বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:২৩

গোবিন্দপুর উত্তরে গণসংযোগকালে লায়ন হারুন

বিএনপির বার্তা ও ধানের শীষের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি বাড়ি বাড়ি

প্রবীর চক্রবর্তী।।
বিএনপির বার্তা ও ধানের শীষের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি বাড়ি বাড়ি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বাড়ি বাড়ি গিয়ে বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া কামনা ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কাচাঁদপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এই গণসংযোগ করেন। এ সময় তিনি মা-বোনদের কাছে বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া কামনা করেন এবং একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ প্রতীকে ভোটদানের আহ্বান জানান।

গণসংযোগকালে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লায়ন হারুন বলেন, বিগত দেড় যুগ ধরে এদেশের মানুষ তাদের প্রিয় প্রতীক ধানের শীষকে ভোট দিতে পারে নি। হয়তোবা ভোট হয়েছে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া ও প্রিয় প্রতীকে ভোট দেয়ার সুযোগ পাননি। জোর জবরদস্তির নির্বাচন এদেশে আর হবে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ থেকে শুরু করে শতবর্ষী বৃদ্ধ সকলেই ভোটদানের জন্যে উন্মুখ হয়ে রয়েছেন। আমি বাড়ি বাড়ি গিয়ে বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া চাইতে গেলে মা-বোনরা বলেন, আমরা খালেদা জিয়ার মার্কা ধানের শীষে ভোট দেবো। তার জন্যে দোয়া করছি। এবার আমরা ভোট দিতে কেন্দ্রে যাবোই। তাদের কথাতে আমি উৎফুল্ল। এদেশের মানুষ কতোটা বিএনপি ও খালেদা জিয়াকে ভালোবাসেন! একই সাথে তারা আগামীর বাংলাদেশের সারথি তারেক রহমানের কথা জানেন।

এ সময়ে তাঁর সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি গোলি বাবুল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়