বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:০৭

পৌর ১১ ও ৮নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক

আমরা যেন বিশুদ্ধ পানি খেতে পারি সেই ব্যবস্থা করতে হবে

------শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
আমরা যেন বিশুদ্ধ পানি খেতে পারি সেই ব্যবস্থা করতে হবে

চাঁদপুর পৌর ১১ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি—সবখানেই ছিলো ভোটারদের উপস্থিতি।

সকালে উঠান বৈঠকে চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে বলেন, ১১ নং ওয়ার্ডের মানুষ আমাদের নেতাকমীদের জায়গা দিয়েছিলেন। তারা এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এই এলাকার একটি বড়ো সমস্যা নদী ভাঙ্গন। এ ওয়ার্ডের শুরু থেকে দর্জিঘাট পযন্ত বাঁধ তৈরি করে দেয়া হবে।

বিকেলে ৮নং ওয়ার্ডের উঠোন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এ এলাকাটি একটি হতদরিদ্র এলাকা ও ঘনবসতিপূর্ণ। আমি নিজেও যে পানি পাই সেটা খুব খারাপ। আমরা যেন বিশুদ্ধ পানি পেতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এই ওয়ার্ডের পাশেই নদী। বিএনপি আপনাদের সাথে আছে, জনগণের সাথে আছে।

সকাল ৭টায় ১১নং ওয়ার্ডের দারুস সালাম মসজিদ এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তিনি। এরপর ওয়ার্ডের পালপাড়া, গাজী সড়ক, গুনরাজদী টিজি রোড, গুনরাজদী ভূঁইয়া বাড়িতে উঠান বৈঠক, ট্রাক রোড, পাওয়ার হাউজ, টেম্পু ঘাট, দক্ষিণ গুনরাজদী কাদির পাটওয়ারী সড়কে উঠান বৈঠক, ট্রাকঘাট এলাকায় গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

বিকেল ৩টায় ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া দুর্গা মন্দিরে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর ওয়ার্ডের আদর্শ মুসলিমপাড়া, কোড়ালিয়া রোড, কোড়ালিয়া পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক, নিশি বিল্ডিং, খান বাড়িতে উঠান বৈঠক, জেটিসি কলোনীতে উঠান বৈঠক, আব্দুল কাদির বেপারী বাড়িতে উঠান বৈঠক, কুন্ডুবাড়িতে উঠান বৈঠক করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকালে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, অ্যাড. এটিএম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহাজালাল শেখ, জেলা শ্রমিক দলের সাধারণ মানুষের হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নাছির ভূঁইয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মিজি, সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়