প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:৪৯
ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের পুত্র আব্দুল্যাহ-বিন-হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, মাসুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, উপজেলা মৎস্যজীবী দলের নেতা ইউনুস মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, যুগ্ম আহ্বায়ক ফারজানা বেগম, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউছুফ চৌধুরী শাওন প্রমুখ।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমএ হান্নানের পুত্র আব্দুল্লাহ-বিন-হান্নান বলেন, আমার বাবা দীর্ঘদিন আপনাদের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। আমার বাবার প্রতি আপনাদের যে ভালোবাসা দেখছি তা ভুলবার নয়। আমার বাবা বিএনপি পরিবারকে সব সময় নিজের পরিবার মনে করেন। দল করে অনেকেই টাকা-পয়সা কামিয়েছেন, আর আমার বাবা দিয়ে গিয়েছেন। আপনাদের দাবি যদি দলের নীতি নির্ধারকরা মেনে না নেন, তাহলে আপনারা যেই সিদ্ধান্ত নিবেন তা মেনে নেবো।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, আমাদের সকল দাবি মেনে নিয়ে দলের মনোনয়ন পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন আলহাজ্ব এমএ হান্নানকে প্রদান করার মাধ্যমে পুরো উপজেলাবাসী এবং বিএনপির আপামর নেতা-কর্মীদের হৃদয়ের কথা দলীয় নেতৃবৃন্দ রাখবেন বলে মনে করি।






