মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২১:২০

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে গণসংযোগকালে লায়ন মো. হারুনুর রশিদ

ধানের শীষের বিজয়ই প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে

প্রবীর চক্রবর্তী
ধানের শীষের বিজয়ই প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে

চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ তাঁর গণসংযোগ অব্যাহত রেখেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদের মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শোকাহত ডা. আবুল কালাম আজাদকে সান্ত্বনা দেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

দুপুরে তিনি উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটদানের আহ্বান জানিয়ে গণসংযোগ করেন। একই সঙ্গে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া চান।

এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, বেগম খালেদা জিয়া যদি নিজের পরিবার ও নিজের শরীরের সুস্থতার কথা ভাবতেন, তাহলে আজ তাকে এই অবস্থায় পড়তে হতো না। তিনি নিজের ও পরিবারের কথা না ভেবে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। আর তাই তিনি আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আপনারা তার জন্যে দোয়া করুন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্রের যাত্রা, তথা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। তা নিজের চোখে দেখে যেতে পারেন।

একই সঙ্গে তার এই ত্যাগকে সার্থক করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন, কারণ ধানের শীষের বিজয়ই প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়