প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪
খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের জেলা পর্যায়ের চলমান কার্যক্রম, সামাজিক দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে এ সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়।
জেলা সভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসেন শিপন, সুলতান আহমেদ, মাওলানা মিজানুর রহমান, হাবিবুর রহমান, আনিসুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি, নিরাপদ চাঁদপুর গঠন এবং নির্বাচনী পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। পুলিশ সুপার মো. রবিউল হাসান চাঁদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও স্থিতিশীল রাখতে সব রাজনৈতিক সংগঠনের শান্তিপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি নিরাপদ ও সুন্দর জেলার উন্নয়ন কৌশল তুলে ধরেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ সাক্ষাৎকালে বলেন, “আমরা সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শান্তি, শৃঙ্খলা এবং গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আমাদের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।”
সাক্ষাৎশেষে নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের গঠনমূলক পরামর্শ ও আলোচনা মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের জন্যে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে খেলাফত মজলিস দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।








