সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় উভারামপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আসুন দলমত নির্বিশেষে গণতন্ত্র ও মানবতার মায়ের জন্যে দোয়া করি

............লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো
আসুন দলমত নির্বিশেষে গণতন্ত্র ও মানবতার মায়ের জন্যে দোয়া করি

ছবির ক্যাপশন: সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভারামপুরে বেগম খালেদা জিয়ার জন্যে দোয়ানুষ্ঠানে মুনাজাতরত নেতৃবৃন্দ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যনেক হায়াত কামনা করে রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) বাদ আসর ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভারামপুরে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির জন্যে নয়, এই জাতির জন্যে একটি অমূল্য সম্পদ। তিনি গণতন্ত্র রক্ষা করতে নিজের পরিবারের সুখ-শান্তি ভুলে গিয়ে দীর্ঘ সময় মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজ তিনি কঠিন অবস্থার মুখোমুখি। তাই আসুন আমরা দলমত নির্বিশেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।

তিনি আরও বলেন, যে গণতন্ত্রের জন্যে তিনি এত ত্যাগ স্বীকার করেছেন, সেই গণতন্ত্রের পুনর্জাগরণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয়েই সম্ভব। আর এই বিজয় নিশ্চিত হবে যখন আমরা সকলে মিলে বাংলাদেশের অন্যতম শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি-র জয় সুনিশ্চিত করবো।

তিনি বলেন, আসুন আমরা সকলের অংশগ্রহণে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকেই ধানের শীষের বিজয় নিশ্চিত করি—যেভাবে ২০০৮ সালে এ আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ি, ছাত্রদল নেতা মনির হোসেনসহ নেতৃবৃন্দ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়