সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:৫৬

পাইকপাড়ায় দাঁড়িপাল্লা প্রার্থীর গণসংযোগ

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য

-------মাও. বিল্লাল হোসাইন মিয়াজি
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের জন্যে একটি চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সংগ্রাম জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমেই আগামীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. ইউনুস হেলাল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ উপজেলা, ইউনিয়ন সভাপতি মাও. নূরুল ইসলাম, সেক্রেটারি মো. ওসমান গণিসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ ঝটিকা মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়