প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:৩১
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডে গণসংযোগ
ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে জমানো টাকা দিলেন বৃদ্ধা মমতাজ

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে উঠোন বৈঠক ও গণসংযোগকালে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে জমানো টাকা তুলে দিয়েছেন মমতাজ বেগম নামে এক বৃদ্ধা।
|আরো খবর
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাবুরহাট মডেল টাউন দিঘিরপাড় বালুর মাঠে উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিকের বক্তব্য চলাকালে ওই এলাকার প্রায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগম তার বাড়িতে জমানো ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে এসে শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে তুলে দেন তার নির্বাচনী প্রচারণার কাজে ব্যয় করার জন্যে। এ সময় ওই বৃদ্ধা তাঁকে দোয়া করে দেন, যেনো তিনি এমপি হতে পারেন। অনেকটা জোর করেই বৃদ্ধা সকলের উপস্থিতিতে তাঁকে এই টাকা দেন ।
এদিন তিনি বিকেল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যে হিন্দু- মুসলিম সকলের কাছে দোয়া চান।
একাধিক উঠোন বৈঠকে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। আপনারা অনেক দিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসেছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেয়ার জন্যে বলবেন।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় আপনারা সবাই তাঁর জন্যে দোয়া করবেন। আল্লাহ পাক যেনো বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আামাদের মাঝে ফিরিয়ে দেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই।
শুরুতে ওয়ার্ডের মতলব রোড থেকে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ওয়ার্ডের মালের বাড়ি, মজুমদার বাড়ি বালু মাঠে উঠোন বৈঠক, বাবুরহাট মডেল টাউন দিঘিরপাড় বালুর মাঠে উঠোন বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লায়, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগকালে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য শেখ সালমান, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর পাটওয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








