প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:২০
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিরহাট বাজারে দোয়া মিলাদ

মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে মুন্সিরহাট আল রিয়াজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নয়ন হাজরার সভাপতিত্বে এবং মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীর ব্যবস্থাপনায় মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহম্মদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার সোয়েব আহম্মদ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী। উপস্থিত ছিলেন মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব
মাসুদ পারভেজ পনির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়াজী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. সাইদুজ্জামান দুলাল মিজি, বিএনপি নেতা ওবায়দুল্লাহ প্রধান, মো. আবুল কাশেম প্রধানীয়া, মো. ওহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সুলতান সরকার, পৌর বিএনপি সদস্য মো. বাবলু গাজী, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামাল মিজি, সহ-সভাপতি ইয়াসিন গাজী, যুবদল নেতা হযরত আলী, মুসলিম প্রধানিয়া, মিজান মৃধা, আমিন প্রধান , কামাল প্রধান,পৌর ছাত্রদলের সদস্য মো. রাকিব প্রমুখ। আলোচনা সভাশেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মো. আব্দুল হান্নান। মিলাদ শেষে তবররুক বিতরণ করা হয়।








