শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

জমইয়াতে হিযবুল্লাহ থেকে বহিষ্কার হলেন সন্তোষপুরের মাও. আবদুল করিম

স্টাফ রিপোর্টার
জমইয়াতে হিযবুল্লাহ থেকে বহিষ্কার হলেন সন্তোষপুরের মাও. আবদুল করিম

ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সহ-প্রচার সম্পাদক পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুরের মাও. আবদুল করীম বিন মুহাম্মদকে। সে সাথে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সর্বস্তরের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, তিনি অত্র সংগঠনের কেউ নন বলে বিবেচিত হবেন এবং তার কৃত বেয়াদবির কারণে তিনি ছারছীনা ছিলছিলার কেউ নন মর্মে সাব্যস্ত হবেন। অতএব তার সাথে ছিলছিলার কোনো প্রকার সম্পর্ক না রাখতে জমইয়াতে হিযবুল্লাহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এবং আপামর ছারছীনা দরবারের মুরিদান, মুহিব্বীন ও ভক্ত অনুরক্তদের আহ্বান জানানো হলো।

জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আলা ড. সৈয়দ মুহা. শরাফত আলীর স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, সন্তোষপুরের মাও. মুহাম্মদ বিন মোসলেহ উদ্দিন (রহ.)-এর বড়ো ছেলে হচ্ছেন মাও. আবদুল করিম বিন মুহাম্মদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়