শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২১:৫৬

স্বাধীনতার ৫৪ বছরেও দেশ দুর্নীতিমুক্ত হয়নি

--------- সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
স্বাধীনতার ৫৪ বছরেও দেশ দুর্নীতিমুক্ত হয়নি

চাঁদপুর পৌরসভার ১২ ও ১৩নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া। বুধবার (৩ নভেম্বর ২০২৫) সকালে শহরের দর্জিঘাট এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় দোকানদার, ব্যবসায়ী এবং ক্রেতাদের কাছে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।

অ্যাড. শাহজাহান মিয়া ১৩নং ওয়ার্ড ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বাসায় বাসায় গিয়ে খোঁজখবর নেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভয়হীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন।

গণসংযোগকালে এক পথসভায় তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এজন্যে দায়ী দুর্নীতি, ঘুষ এবং সৎ লোক নির্বাচন করতে না পারা। দাঁড়িপাল্লার সমর্থনে আমাকে নির্বাচিত করলে সরকারি সকল সুবিধার জন্যে আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। এই সেবাগুলো আপনারা ঘরে বসেই পাবেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, জেলা জামায়াতের অফিস সম্পাদক নাছির উদ্দিন, চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ফয়সাল খান, হাবিব গাজী, ১০নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা, ১২নং ওয়ার্ড জামায়াতের নেতা আমিন বেপারী, ১৩নং ওয়ার্ড জামায়াতের আমীর ও

ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের জামায়াতের মুরুব্বি ওহাব খলিফা, জামায়াত নেতা মারুফ পাটোয়ারি, জাকারিয়া, সাইফুল ঢালী, ফারুক প্রমুখ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়