রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭

শাহরাস্তিতে বিএনপির আলোচনা সভা

কোনো বৈষম্য চাই না, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই

.......বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন

মো. ফয়সাল আহমদ
কোনো বৈষম্য চাই না, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই
ছবি-শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীবৃন্দ।

“কোনো বৈষম্য চাই না, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। একটি স্বনির্ভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সে জন্যে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য সমাজের প্রতিটি নাগরিককে অঙ্গীকারবদ্ধ হতে হবে।” বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালি এ বক্তব্য দেন।

IMG-20250913-WA0088

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টামটা উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে হোসেনপুর মাদ্রাসা মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা সাখাওয়াত হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা রতন বেপারী সেলিম

সভায় সভাপতিত্ব করেন টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সম্রাট, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেলসহ টামটা উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়