প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭
কচুয়ায় জিয়া মঞ্চের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

কচুয়ায় উপজেলা ও পৌর জিয়া মঞ্চের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে কচুয়া ডাকবাংলো মিলনায়তনে উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জিয়া মঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে, সেজন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে শক্তিশালী করার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জিয়া পরিবারের আদর্শ ও নৈতিকতা কচুয়ার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তার হোসেন প্রধান ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, পৌরসভা বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মাসুদ রানা, সদস্য সচিব রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, পৌরসভা ছাত্রদলের প্রধান সমন্বয়ক ইমাম হাসান, জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ রানা, পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব হাজী মিজান, যুগ্ম আহ্বায়ক রজত কান্তি সরকার, আরিফুল ইসলাম অভি, আবু হানিফ, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হাজী মো. বিল্লাল হোসেনসহ আরো অনেকে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ উপজেলা ও পৌর জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।