প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
মতলব উত্তরে জামায়াতের পথসভা ও গণসংযোগ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের বোর্ড স্কুল, ঢালীকান্দি, গৈপুর আদুরভিটি, জীবগাঁও জর্জনগর ও জীবগাঁও বাজার এলাকায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এসব পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
তিনি বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যবসা নয়, পেশা নয়, মর্যাদার জন্যও নয়, বরং একজন ঈমানদার হিসেবে এটি কর্তব্য। আল্লাহর সাথে ব্যবসা হলো প্রকৃত রাজনীতি। কুরআনে আল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে? সেটা হলো আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর প্রতি দৃঢ় ঈমান রাখা এবং নিজের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা।
ডা. আ. মোবিনের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা সভাপতি আবুল বাশার দেওয়ান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, ছেংগারচর পৌর জামায়াত সভাপতি এইচএম রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, প্রচার সম্পাদক বাবুল প্রধান, উপজেলা জামায়াত নেতা আবদুল লতিফ লিটনসহ নেতৃবৃন্দ।