প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৬
চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির কাউন্সিলে বিভিন্ন পদে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর পৌর ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মিলনায়তনে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে বিএনপির গঠিত নির্বাচন কমিশন। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) শেষ দিনে ৬টি করে ১২টি পদে মোট ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত শহরের জেলা বিএনপি কার্যালয়ে এসব মনোনয়নপত্র বিতরণ করা হয়। এদিন বিকেলের এক সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে চাঁদপুর পৌর এবং সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বিতরণ ও প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। বিএনপির পৌর ও উপজেলা পর্যায়ের পাঁচটি পদে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠে।
এ ব্যাপারে গণমাধ্যমের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থী-সমর্থকরা । সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে আশা করছি ।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি পদে ১ জন আক্তার হোসেন মাঝি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি পদে ১ জন শাহজালাল মিশন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল কাদির বেপারী, আহসান উল্যাহ সেন্টু ও আসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পদে অ্যাড. হারুনুর রশীদ, আফজাল হোসেন ও মজিবুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমান আলী মিয়াজী ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক পদে শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ, দ্বীন মোহাম্মদ জিল্লু, মহসীন মজুমদার লিটন ও প্রকৌশলী মাইনুদ্দিন ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
অপরদিকে চাঁদপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শুধু শাহজালাল মিশন ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. জাকির হোসেন ফয়সাল ও আলমগীর আলম জুয়েল, সাধারণ সম্পাদক পদে হযরত আলী ঢালী, অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও আক্তার হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ রায়হান, বরকত উল্লাহ খান ও মো. আলী খান, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. জসিম মেহেদী, অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. আলম খান মঞ্জু, বাতেন চৌধুরী ও জাফর আহমেদ জিতু মনোনয়নপত্র নিয়েছেন।
৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, একইদিন বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ সন্ধ্যা সাড়ে ৭টা। ৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, একইদিন বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি প্রদান ও শুনানি, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, বিকেল ৩টায় প্রতীক বরাদ্দ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনী প্রচারণার শেষ সময়।
চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অ্যাড. শিরিন আক্তার সুপ্তা ও অ্যাড. কাজী মো. খায়রুল হাসান (ঝুমন)।
ক্যাপশানঃ চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কাছ থেকে এভাবেই সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পাশে এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।