প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬
রামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নানাবিধ অপকর্মের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) জেলা বিএনপির পক্ষ থেকে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
|আরো খবর
বহিষ্কৃতরা হলেন : রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন।
জানা গেছে, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩১ আগস্ট উপজেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায়, জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর নির্দেশে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা অপকর্মে জড়িত কারও প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলার পরই দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, পদমর্যাদা যাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিসিকে/এমজেডএইচ