শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক

প্রকৃত সত্য তুলে ধরুন, তা আমার বিরুদ্ধে হলেও লিখবেন

ফরিদগঞ্জ ব্যুরো
প্রকৃত সত্য তুলে ধরুন, তা আমার বিরুদ্ধে হলেও লিখবেন

জাতির বিবেক হিসেবে আপনারা চিহ্নিত। দেশের যে কোনো দুর্যোগের সময় সাংবাদিকরা সামনে নেতৃত্ব দিয়ে তা মোকাবেলা করেন। ২৪-এর গণঅভ্যুত্থানে তা দেখেছি। পতিত সরকারের কলো থাবা থেকে মুক্ত হওয়ার পর এখন আপনারা স্বাধীন। আমি চাই আপনারা প্রকৃত সত্য তুলে ধরবেন, তা আমার বিরুদ্ধে হলেও লিখবেন। কারণ সত্য প্রকাশ না হলে তা মিথ্যার আবরণে ঢাকা পড়ে যাবে। এজন্যেই আমি বারংবার ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন নিয়ে যে জালিয়াতি হয়েছে তা তুলে ধরার কথা বলছি।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান এই আহ্বান জানান। তিনি বলেন, ওই নির্বাচনে আমি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু একজন জালিয়াত পতিত সরকারের মদদ নিয়ে আমার মনোনয়ন বাতিল নাটক মঞ্চস্থ করা হয়। যা আইনগতভাবে সঠিক ছিলো না। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করে এই সকল তথ্য প্রকাশ করুন। একই সাথে আমিও যদি কোনো অন্যায় ও অনিয়ম করে থাকি, তাও প্রকাশ করুন। আমি চাই সত্য প্রকাশ হোক। তা যে কারো বিরুদ্ধেই হোক না কেনো। আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মুখ ভালো নয়। আসল কথা হলো, আমি চোরকে চোর ও বাটপারকে বাটপার বলি। আবার যিনি ভালো তাকে ভালো বলি। এটাই আমার দোষ।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস ছোবহান লিটন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়