বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১

ফরিদগঞ্জের গোয়ালভাওরে তারুণ্যের সমাবেশে এম এ হান্নান

আপনাদের দোয়া থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দলীয় মনোনয়ন নিশ্চিত

প্রবীর চক্রবর্তী।।
আপনাদের দোয়া থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দলীয় মনোনয়ন নিশ্চিত

দলকে যারা বিভাজন করেন, তারা দলের ভালো চান না। এভাবে দলের মধ্যে বিভাজন না করে একসাথে এক মঞ্চে এসে দলের জন্যে কাজ করুন। তখন দল যদি আপনাকে মনোনয়ন দেয়, তবে সকলেই আপনার পক্ষে কাজ করবে। কিন্তু যেভাবে আপনারা দলের নাম ভাঙ্গিয়ে দলের ক্ষতি করছেন, তাতে কেউ আপনাদের পাশে থাকবে না। গত তিন দশক ধরে আমি এমপি না হয়েও এলাকার উন্নয়নে যেই কাজ করেছি, তা নির্বাচিত এমপিও করতে পারেনি। এখনও আপনাদের জন্যে ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি। দ্রুত তা দৃশ্যমান হবে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আপনাদের দোয়া থাকলে এবং দোয়া আল্লাহর দরবারে পৌঁছালে আমার বিএনপির দলীয় মনোনয়ন নিশ্চিত। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর যারা এতোদিন প্রতারণা করেছে, তারা হারিয়ে যাবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারস্থ জিএফসি মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান এসব কথা বলেন।

জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই তারুণ্যের সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে এম এ হান্নান আরো বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। তাই তারা ভোট দেওয়ার জন্যে উন্মুখ হয়ে রয়েছে। সেই কারণেই তারুণ্যের সমাবেশে তরুণদের উপচেপড়া ভিড়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের আহ্বায়ক মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়