মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৬

আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করবে চাঁদপুর জেলা বিএনপি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১ সেপ্টেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুরসহ দেশব্যাপী আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ১৯৭৮ সালের এইদিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শহীদ হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি বর্তমানে দলের চেয়ারপারসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেয়া হয়। দু বছরেরও বেশি সময় জেল খাটেন তিনি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাঁর পুত্র তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। ১৮ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।

এদিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেল তিনটার সময় চাঁদপুর জেলা বিএনপি-র আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি হবে। জেলা বিএনপি কার্যালয়ে “বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেবেন।

পরে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম-এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

এদিকে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে দলটির নেতা কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। জেলা, পৌর ও উপজেলা ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। শহরজুড়ে সাজ সাজ রব, নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলীয় নেতাকর্মীরা বলছেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লড়াইয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সেই আন্দোলনেরই এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

জেলা বিএনপির পক্ষ থেকে জানা গেছে, দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়