বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২১:২৮

হাইমচরে বাংলাবাজার ও গাজীর বাজারে দাঁড়িপাল্লার গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
হাইমচরে বাংলাবাজার ও গাজীর বাজারে দাঁড়িপাল্লার গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া হাইমচরের বাংলাবাজার ও গাজীর বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে বাংলাবাজার এবং সন্ধ্যায় গাজীর বাজার এলাকায় তিনি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি দোকানপাট, হাটবাজার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাড. শাহজাহান মিয়া বলেন,

সব দেখেছেন বারবার, দাঁড়িপাল্লা এইবার। আল-কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।

তিনি আরও বলেন, জনগণ দীর্ঘদিন বিভিন্ন দলকে সুযোগ দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ। তাই জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারী মো. জসিম উদ্দিন, উত্তর আলগী ইউনিয়নের আমির আলহাজ্ব মো. ওমর ফারুক, সেক্রেটারী মো. আব্দুল্লাহ আল মামুন, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সেক্রেটারী মাওলানা আব্দুল হান্নানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়