শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৪:৩২

কল্যাণপুর ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

মানিক ভাই এমপি হলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন --দেওয়ান মো. সফিকুজ্জামান

স্টাফ রিপোর্টার
মানিক ভাই এমপি হলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন --দেওয়ান মো. সফিকুজ্জামান

চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকালে সফরমালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, বিগত দিনে এই ইউনিয়নে ধানের শীষকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন। আগামী দিনে মানিক ভাইকে এমপি বানাতে হবে। মানিক ভাই এমপি হলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন। এজন্যে আমাদের পরিশ্রম করতে হবে। আপনাদেরকে আদর্শবান নেতা হতে হবে।আগামীতে কিন্তু আর ক্যাডার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

মানিক ভাই ছাড়া এই চাঁদপুরে এমপি হওয়ার যোগ্য কোনো লোক নেই। দীর্ঘ ১৭ বছর তাঁর যে শ্রম ঘাম, সেটা তুলনা রহিত। তাঁকে বলা হয়েছিলো, 'তুমি তোমার ব্যবসা সুন্দরভাবে করতে পারবা, তুমি শুধু জিয়া পরিবারের বিরুদ্ধে একটি মামলা করো'। কিন্তু তিনি তা করেন নি, যার ফলে তাঁকে জেলে যেতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা দোয়া করি মানিক ভাইয়ের মনের বাসনা যেন আল্লাহ পূরণ করে।

তিনি বলেন, আমরা সবচেয়ে খুশি হবো, মানিক ভাই খুশি হবেন, যদি শুনি এই ইউনিয়নে আপনারা ১০ হাজার ফরম পূরণ করতে পেরেছেন। এজন্যে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন।আগে আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে সদস্য ফরম পূরণ করবেন, তারপর অন্যের কাছে যাবেন। মহিলাদের রাজনীতিতে সক্রিয় করবেন। যারা যুবসমাজ আছে, ছাত্রসমাজ আছে তাদের প্রথম ভোট যেন মানিক ভাই পায়, ধানের শীষের পক্ষে হয়।

দেওয়ান সফিক বলেন, একটি দল আছে, আমাদের খেয়ে দীর্ঘ দিন আমাদের সাথে থেকে এখন আবার আমাদেরই বিরুদ্ধে কথা বলছে। আমাদেরকে এখন বিব্রত করার চেষ্টা করছে, পিআরের কথা বলছে। তাদেরকে বলতে চাই, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে, তোমরা অংশগ্রহণ করো বা না করো। তোমাদের বলবো, আবার লন্ডন যাও তারেক রহমানের কাছে ক্ষমা চাও। দুই একটা মন্ত্রীত্ব পাবে।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম খানের পরিচালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর, মোশারফ হোসেন সিকদার, সদস্য বরকতউল্লাহ খান ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল।

পরে নেতৃবৃন্দ সদস্যদের হাতে ফরম তুলে দেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়