প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১:৫১
কচুয়া উপজেলা ও পৌর যুবদলের কর্মী সম্মেলন
যারা নির্যাতনের শিকার হয়েছেন পদপদবিতে তাদের অগ্রাধিকার দেয়া হবে
..........মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী

কেন্দ্রীয় বিএনপির সদস্য, ২০১৮ সালে কচুয়া আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে ৫ আগস্টের পূর্বে যারা নির্যাতনের শিকার হয়েছেন, পদপদবিতে তাদের অগ্রাধিকার দেয়া হবে। আমি আপনাদের পাশে আছি, থাকবো। সমালোচনাকারীদের কথায় কান না দিয়ে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কচুয়াকে যুবদলের মাধ্যমে মাদকমুক্ত, চাঁদাবাজ, সন্ত্রাসী ও টেন্ডারবাজি মুক্ত করবো। আজকে যুবদলের কর্মী সম্মেলনে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক অবস্থা দেখে আমি অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ। কচুয়া যুবদল সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। যুবদলের নেতা-কর্মীরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, কচুয়ার জনগণের ক্ষতি হয়, জনগণ আপনাদের প্রতি রাগান্বিত হবে এমন কোনো কাজে লিপ্ত হবেন না। এ ধরনের কাজে যারা জড়াবেন আমি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করার জন্যে সুপারিশ করবো এবং দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা জনগণের আস্থা অর্জন করুন, জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে যান। আপনাদের ভালো কাজের পুরস্কার হিসেবে কচুয়ার জনগণ আমাকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবে। তিনি শনিবার (২৩ আগস্ট ২০২৫) কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে কচুয়া উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে কর্মী সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. হুমায়ুন কবির প্রধান, জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব মো. মঞ্জুর আলম সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক মো. হাবিব উল্লাহ হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব মো. দুলাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।