প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১:৪৪
ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
গার্ল গাইডস্ নারীদের জাগিয়ে তোলার আন্দোলন

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, গার্ল গাইডস্ স্বতন্ত্ররূপে তৈরি হয়েছিলো। প্রতিবন্ধকতাকে জয় করতে গার্ল গাইডস্-এর তৈরি। যার যাত্রাটাই তৈরি হয়েছে অধিকার থেকে বঞ্চিতের সামনে নিয়ে আসতে। গার্ল গাইডস্ একটি নারী আন্দোলন, সারা বিশ্বের নারীদের জাগিয়ে তোলার আন্দোলন। জেলা প্রশাসক বলেন, গার্ল গাইডস্ নারীদের এগিয়ে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। আত্মবিশ্বাসী করে তুলে এ সংগঠন। নারীরা এ সমাজের আলোকবর্তিকা, এই সংগঠনের কাজ সেই নারীদের মাঝে আলো জ্বালানোর।
|আরো খবর
তিনি আরো বলেন, গার্ল গাইডস্ একটি শক্তিশালী সংগঠন। আপনারা বলছেন আপনারা পিছিয়ে আছেন। এটা আপনাদের নেতৃত্বের ব্যর্থতা। এভাবে আসলে সংগঠন চলতে পারে না। মানুষের জন্যে কাজ করতে হবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নারীদের সমাজের বহিরাঙ্গনে নিয়ে আসতে হবে। নারীরা পথ দেখাবে, নারীরা আমাদের শিক্ষিকা হবে। আজকের এই প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। যেহেতু আপনারা শিক্ষক আপনাদের অনুকরণ করবে শিক্ষার্থীরা। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার অ্যাড. ফাহমিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন চাঁদপুর সদরের স্থানীয় কমিশনার মোরশেদা ইয়াসমিন।
আলোচনা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথি।