রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯:১৬

চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী মহাসচিব ড. আবদুল্লাহ আল মারূফ চাঁদপুর ও কুমিল্লার তিনজন যুগ্ম মহাসচিব

আহলে সুন্নাত ওয়াল জামাআতের জাতীয় কাউন্সিল সম্পন্ন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের জাতীয় কাউন্সিল সম্পন্ন

দ্বিধাবিভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতকে একত্রিত করে 'সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআতে'র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে সহস্রাধিক প্রতিনিধি ও কাউন্সিলরের অংশগ্রহণে জাতীয় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান মনোনীত হন শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (চট্টগ্রাম)। মহাসচিব মনোনীত হন প্রফেসর ড. আব্দুল্লাহ আল মারূফ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। এছাড়া নির্বাহী চেয়ারম্যান মনোনীত হন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী (চট্টগ্রাম)।

কাউন্সিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত সৈয়দ সাইফুদ্দিন আহমাদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী।

কাউন্সিল অধিবেশনের এক পর্যায়ে তিন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান যথাক্রমে আল্লামা শেখ আবদুল করিম সিরাজনগরী, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী নিজ নিজ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এরপর উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনকল্পে নির্বাচন কমিশন গঠন হয়। সেই কমিশন দীর্ঘ বৈঠক শেষে চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান এবং মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেন। এছাড়া কো-চেয়ারম্যান এবং মজলিশে শূরাও গঠন করা হয়।

'আহলে সুন্নাত ওয়াল জামাআত' নামে একক সংগঠনের কেন্দ্রীয় নতুন নেতৃত্ব (আংশিক) ঘোষণা করেন অধ্যক্ষ আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন।

চেয়ারম্যান, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে যাঁরা এসেছেন তাঁরা হলেন-

চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী, মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারূফ, যুগ্ম মহাসচিব ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও চাঁদপুরের কৃতী সন্তান আল্লামা আ.ন.ম. মাসউদ হোসাইন আল-কাদেরী, সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

এছাড়া মজলিশে শূরা এবং কো-চেয়ারম্যান প্যানেল ঘোষণা করা হয়। মনোনীত নেতৃবৃন্দ সহসা বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় এই কাউন্সিলে চাঁদপুর জেলা থেকে শতাধিক কাউন্সিলর অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়