রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২২:১০

মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়

এখন আর গতানুগতিক শিক্ষা কোনো কাজেই আসবে না : ইউএনও মাহমুদা কুলসুম মনি

শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব : ইঞ্জি. মিয়া মোহাম্মদ কাইয়ুম

মাহবুব আলম লাভলু।।
এখন আর গতানুগতিক শিক্ষা কোনো কাজেই আসবে না  : ইউএনও মাহমুদা কুলসুম মনি
মতলব উত্তরের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন আর গতানুগতিক শিক্ষা কোনো কাজেই আসবে না। আমাদের প্রয়োজন মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। এই যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষকরা একা কাজ করলে হবে না। এটা একটি সম্মিলিত কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অর্থাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকালে মতলব উত্তর উপজেলার দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সাবেক ব্যাংকার শফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক মতলব বাজার শাখার ম্যানেজার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক পরেশ চন্দ্র সরকার, রাজউক কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আওরঙ্গজেব নান্নু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য রুহুল আমিন, ফারুকুল ইসলাম মৃধা, সাবেক শিক্ষার্থী ও অভিভাবক রমজান আল মামুন, খোরশেদ আলম, লাকি আক্তার, দেলোয়ার হোসেন, কবির তপাদার, খোরশেদ আলম, সোলাইমান, শিক্ষার্থী মারিয়া আক্তার ও একরামুল হক শাওন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। আমাদের এই ঐতিহ্য আজ বিলীন হওয়ার পথে। কাজেই আমাদের প্রিয় স্কুলটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদেরকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করি। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক পরেশ চন্দ্র সরকার তাঁর বক্তব্যে বলেন, যে কোনো কাজে ছোটখাট প্রতিবন্ধকতা থাকতেই পারে। সকল বাধা বিঘ্ন পেরিয়ে আমাদের স্কুলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। স্কুলের শিক্ষার মান নিশ্চিত করতে এখানে শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা, প্রয়োজনে সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে বাড়তি সহযোগিতা করাসহ শিক্ষকদের সকল ধরনের সহযোগিতা করা হবে। স্কুলের ভালো ফলাফলের জন্যে আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়