শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৬:১২

আনন্দবাজারে নদী ভাঙ্গন পরিদর্শনে জামাতের চাঁদপুর সদর এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান

স্টাফ রিপোর্টার।।
আনন্দবাজারে নদী ভাঙ্গন পরিদর্শনে জামাতের চাঁদপুর সদর এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকার মেঘনা নদীর ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. শাহজাহান মিয়া।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১১টায় তিনি আনন্দ বাজার, কাশেম বাজার ও পশ্চিম পাশের এলাকাসহ ভাঙ্গনকবলিত স্থান ঘুরে ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলে তিনি ভাঙ্গন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় জেলা জামাতের শীর্ষ নেতা অ্যাড. শাহজাহান মিয়া বলেন, "নদীভাঙ্গন চাঁদপুরবাসীর জন্যে এক ভয়াবহ সমস্যা। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ভাঙ্গন রোধ সম্ভব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর বন্দুকশী, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. কামাল সরদার, সেক্রেটারি ফয়সাল খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সেক্রেটারি ইমরান খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিনি বিষ্ণুপুর ইউনিয়ন এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়