প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৭:৩৫
লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ৯১ হাজার, মৃত ২৫ হাজার বাদ

লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে নতুন করে ভোটার যুক্ত হয়েছে ৯১ হাজার ৯৪৯ জন। মৃত ২৫ হাজার ৭ শ' ৮২ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
|আরো খবর
জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ২২ হাজার ৮শ' ৬৬ জন।
জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটার ছিলো ২ লাখ ৬৫ হাজার ৬১৫ জন, বর্তমানে ১২ হাজার ১৪৫ জন বেড়ে মোট ভোটার হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৭৬০ জন। মৃত ৫ হাজার ২১৩ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৪৮ হাজার ৮৮৯ জন, বর্তমানে ১০ হাজার ৮২৮ জন বেড়ে ভোটার হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৭১৭ জন। মৃত ৪ হাজার ৭৫২ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটার ছিলো ৬ লাখ ২০ হাজার ৯৫ জন। বর্তমানে ৪২ হাজার ৪০২ জন বেড়ে ৬ লাখ ৭১ হাজার ৪৯৭ জন হয়েছে। মৃত ১২ হাজার ১৭৫ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
একই ভাবে কমলনগর উপজেলার মোট ভোটার ছিলো ১ লাখ ৭৫ হাজার ৫৭৭ জন। সেটা থেকে ১১ হাজার ৫৬৯ জন বেড়ে মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ১৪৬ জন হয়েছে। মৃত ১ হাজার ৯২৪ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রামগতি উপজেলায় ভোটার ছিলো ২ লাখ ১১ হাজার ৭৪১ জন, বর্তমানে ১৫ হাজার ৫ জন ভোটার বেড়ে মোট ২ লাখ ২৬ হাজার ৭৪৬ জন হয়েছে। মৃত ১ হাজার ৭১৮ জনকে বাদ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন ভিত্তিক ভোটার খসড়া ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ আরও জানান, আগামী ৩১ অক্টোবরের মধ্যে যারা ভোটার হবেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে। এর পরে নির্বাচনের আগে ভোটার হলেও ভোট দেওয়ার সুযোগ থাকবে না বলে জানান তিনি।