প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৮:৩৮
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের আল-মদিনা হাসপাতাল এলাকা থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম আাহ্বায়ক মানিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সভাপতি ইদ্রিস পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হারুন পাঠান, যুগ্ম আহ্বায়ক হাছান ভূঁইয়া, আব্দুল হাই, আব্দুর রহিম সর্দার, আবু তাহের, বিএনপি নেতা ও রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংঠনিক সম্পাদক আ. জলিল, যুবদলের সাবেক যুগ্ম আহআবয়ক আলমগীর হোসেন আলম, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর দর্জি, রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সাবেক সভাপতি মাসুদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, রূপসা দক্ষিণ সাবেক সভাপতি আ. কাদির, পৌর মহিলা দলের পারুল বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আবুল কাশেম, পৌর বিএনপি নেতা দেলোয়ার হোসেন, পৌর যুবদল নেতা শ্রীকৃষ্ণ কমল, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম, ছাত্রদলের মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভাশেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে ওই সড়কের পাশেই বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবকে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে পতিত আওয়ামী সরকারের কারণে আমাদের নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত হয়ে থাকাকালীন আমাদের আপনজন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ আমাদের পাশে ছিলেন। তাঁর কারণেই ফরিদগঞ্জের বিএনপির নেতাকর্মীরা সাহস পেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আমাদের নেতাকর্মীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে বীরদর্পে অংশগ্রহণ করে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চত করেছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।