সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৬:২৭

ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আনোয়ার হোসেন খোকন

শাহরাস্তি ব্যুরো।।
ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আনোয়ার হোসেন খোকন
শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাতে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি নিজেই মহান আল্লাহর কাছে ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ওনার জন্যে দোয়া করবেন। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। কেউ কাউকে ছোট করে দেখবেন না। দলের জন্যে সকলের অবদান রয়েছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে সম্মান দিয়ে কথা বলতে না পারি তাহলে কেউ আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে না। তিনি আরও বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই সকল নেতাকর্মী সোচ্চার হয়ে ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, কোনো অবস্থাতেই আপনাদের কথাবার্তায়, আচার আচরণে কোনো জনগণ মনে কষ্ট না পায়। এমন কাজ করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আমরা সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি যখন যে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবো।

সভায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, বিল্লাল হোসেন খোকন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা সভায় ভার্চুয়ালি যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়