প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:৫০
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের মিলাদ ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি সংসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া এবং সংগঠনের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলা আহ্বায়ক মনির হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুর রহমান পালোয়ানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক ও ৬ নং মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ অলি পাটোয়ারী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নুরে আলম খান ও কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফ খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম সোহেল, আবুল কাশেম, সাগর মজুমদার ও মনির হোসেন পাটোয়ারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহকারী আইন বিষয়ক সম্পাদক সরকার মোহাম্মদ আতাউর রহমান,শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার সদস্য মো. শহিদ উল্যাহ, আইরিন আক্তার, হাফেজ রবিউল ইসলাম, মো. বাছির উদ্দিন, জসিম খান, ফরিদ আহমেদ সোহেল, আবুল কালাম, আলাউদ্দিন শেখ, রেজাউল করিম বাবলু, মো. ছাগির, মামুন সহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।