প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:৩৬
মতলব উত্তরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উদ্বোধন
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই
----ড. মোহাম্মদ জালাল উদ্দিন

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই। কারণ তিনি ইতোমধ্যে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যে জনগণকে বার বার ম্যাসেজ দিচ্ছেন। তিনি ৩১ দফার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কেমন বাংলাদেশ গড়তে চান। ফ্যাসিস্ট সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগে মানুষ সঠিক বিচার পায় নি। তাই সবার আগে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এ জন্যে তারেক রহমানের বিকল্প নেই।
|আরো খবর
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, অর্থনৈতিক খাতসহ সকল খাত ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তারা বহির্বিশ্বের ইন্ধনে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে নষ্ট করে দিয়েছে, যাতে করে এই বাঙালি জাতি একেবারেই ধ্বংস হয়ে যায়। দেশের এই ক্লান্তিলগ্নে দেশের হাল ধরতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই।
কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন বেপারীর সভাপতিত্বে আয়োজিত সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর। আয়োজনে ছিলেন কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী।
পরে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ নাউরী গ্রামের কামাল প্রধানের বাড়িতে তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।
আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান, সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাৎ ভুইয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক মোল্লা, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। কলাকান্দা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বিসিকে/এমজেডএইচ