প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৪:০০
সুবিদপুরে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া অনুষ্ঠান

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
|আরো খবর
উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামার সবুজ পাটোয়ারীর আয়োজনে শুক্রবার(১৫ আগস্ট ২০২৫) বাদ মাগরিব ইউনিয়নের শোল্লা বাজার জামে মসজিদে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের সৌজন্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি তোহা মিলন, সাবেক যুগ্ম সম্পাদক শহীদ মোল্লা, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক মিজান পাটোয়ারী, ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইউসুফ হাজী, সাধারণ সম্পাদক আলী আজম ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস পাটোয়ারী, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক পাটোয়ারী, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নিজাম সর্দার, যুবদলের নেতা রাসেল ঢালী, মাহাবুব আলম, আবু হানিফ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।