প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২২:১১
শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেছে শাহরাস্তি উপজেলা বিএনপি। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে ঠাকুর বাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামালের সভাপতিত্বে মিলাদ ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন। মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন মাস্টার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কুদ্দুস রানা, বিএনপির নেতা মনির হোসেন মিন্টু মিয়াজী, আ. ছালাম, সামছুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।
|আরো খবর
মিলাদ মাহফিলের মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য কামনা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সুখ-সমৃদ্ধি সহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।