প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০০:৩৯
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান রোববার (১০ আগস্ট ২০২৫) রাত ৭ঃ২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর জেলা বিএনপি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী, বেগবান ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে ভূমিকা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃদয় মহান রাব্বুল আলামিনের দরবারে এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁদপুর জেলা বিএনপি'র
দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।