শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২১:০১

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

মানিক ভাই আমাদেরকে বটগাছের ছায়া দিয়ে রেখেছেন

----------জসিম উদ্দিন খান বাবুল

স্টাফ রিপোর্টার
মানিক ভাই আমাদেরকে বটগাছের ছায়া দিয়ে রেখেছেন

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির ৩নং মহল্লা কমিটির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে পুরাণবাজার মধ্য শ্রীরামদী ভাওয়াল বাড়ি এলাকায় ২নং ওয়ার্ড বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। এ সময় তিনি বলেন, ভোটারদের নিয়ে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তারেক রহমানের নির্দেশ মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, দখলবাজি, ইভটিজিং থেকে দূরে থাকতে হবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের বিকল্প কেউ নেই। উনি আমাদের অভিভাবক, জেলা বিএনপির সভাপতি। বিগত ২৪ বছর নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে আছেন। গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের মতো তিনিও নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। মানিক সাহেবের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিএনপি অফিসেও একাধিকবার হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগামী নির্বাচনে অনেক সুসময়ের পাখি আসবে। একটি পাখি যেনো মাটিতে না নামে। মানিক ভাই সম্পর্কে যারা কথা বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে আপনারা কোথায় ছিলেন? রাজপথে তো আপনাদের দেখি নাই। নেতা-কর্মীদের জেল- জুলুম, মামলা-মোকদ্দমা শেখ ফরিদ আহমেদ মানিক ছাড়া কেউ দেখে নাই। মানিক সাহেব নিজের জন্যে নয়, দলের জন্যে ত্যাগ শিকার করে চলেছেন। তিনি আমাদেরকে বট গাছের ছায়া দিয়ে রেখেছেন। আগামী নির্বাচনে আমাদের এই বটগাছের ছায়া বিএনপির দুর্দিনের কাণ্ডারী মানিক ভাইকে আমরা নির্বাচিত করবো। মানিক ভাইকে নির্বাচিত করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কোনো সমস্যা হলে সমাধান করবেন। না পারলে মানিক ভাইকে জানাবেন। তরুণদের দলে নিতে হবে। প্রাথমিক সদস্য পদ বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন

জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারী, জেলা ও পৌর মহিলা দলের নেত্রী ঈশিতা বেগম।

পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. দুলাল খান ও পরিচালনা করেন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সুমন গাজী। সভায় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রব মিজি, মিজান মোল্লা, মরণ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুট্টু শেখ, দপ্তর সম্পাদক বিল্লাল শেখ, যুবদলের সভাপতি আবুল খান, সাংগঠনিক সম্পাদক দুলাল খান, ৩নং মহল্লা কমিটির সভাপতি সায়েদ হাওলাদার, সহ-সভাপতি নাছির গাজী, সাধারণ সম্পাদক আনোয়ার শেখ, সাধারণ সম্পাদক কুদ্দুস গাজী, সাংগঠনিক সম্পাদক আবু কালাম গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়